সিলেটে পলিথিন কারখানা সিলগালা করে দুই লাখ টাকা জরিমানা

পরিবেশের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে সিলেটে একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি সেখান থেকে বিপুল পরিমাণ পলিথিন তৈরির মালামালও জব্দ করা হয়েছে। এছাড়া কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সিলেট সদর উপজেলার শাহপরান থানার খাদিমনগরের আটগাঁওয়ে এবিসি প্রিন্টিং ও প্যাকেজিং নামের এ কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে অবৈধভাবে পলিথিন উৎপাদনে ব্যবহৃত প্রায় ১০ টন কাঁচামাল, এক টন পলিথিনের রুল ও দেড় টন পলিথিনসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল জব্দ করা হয়েছে।

এসময় র‌্যাব-৯ এর এএসপি ওবাইন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলমগীর উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ