নখ দেখে জেনে নিন স্বাস্থ্যের খোঁজ খবর

অবিশ্বাস্য হলেও সত্যি যে হাতের নখের রং ও অবস্থা দেখে বোঝা যেতে পারে স্বাস্থ্যের সার্বিক অবস্থা।  নখের রং বদলে যাওয়া, নখ ফেটে যাওয়া প্রভৃতি আমাদের শরীরের বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে।

লিভার, ফুসফুস এবং হার্টের সমস্যা দেখা দিলে অনেক সময় তা আমাদের নখ সমূহে প্রতিফলিত হয়। আসুন জেনে নিই আমাদের ‘নখ’ কিভাবে আমাদের স্বাস্থ্যের গোপন বার্তা প্রকাশ করে।

 

ফ্যাকাসে নখ

খুব ফ্যাকাসে নখ কখনো কখনো গুরুতর অসুস্থতার লক্ষণ হতে পারে। বিভিন্ন রোগের কারণেই নখ ফ্যাকাসে হতে পারে, যেমন রক্তস্বল্পতা, কনজেসটিভ হার্ট ফেইল্যুর, যকৃতের রোগ, অপুষ্টি প্রভৃতি।

 

সাদা নখ

যদি আপনার নখের রং সাদা হয়ে যায় এবং বাইরের অংশের চারপাশের রং গাঁড় হয় তবে সেটি লিভারের সমস্যা, যেমন হেপাটাইটিসের লক্ষণ হতে পারে। ছবিতে জন্ডিস আক্রান্ত (লিভারের সমস্যা) ব্যক্তির হাতের নখ দেখতে পাচ্ছেন।

 

হলুদ নখ

সাধারণত ছত্রাকের সংক্রমণের ফলে নখের রং হলুদ হয়ে যায়।  সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে নখের ঘনত্ব বৃদ্ধি পায় এবং তা ভেঙে যেতে পারে। মাঝে মধ্যে আরো গুরুতর অবস্থা যেমন মারাত্মক থাইরয়েড রোগ, ফুসফুসের রোগ, ডায়াবেটিস বা সোরিয়াসিসের লক্ষণ হিসেবে নখ হলুদ রং ধারণ করতে পারে।

 

নীলচে নখ

শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না ঘটলে নখের রং নীলাভ বা নীলচে হয়ে যেতে পারে। এটি ফুসফুসের সমস্যা যেমন এমফিসেমার কারণে ঘটতে পারে। অনেক সময় বিভিন্ন হৃদরোগের কারণেও নখের রং নীলচে হয়ে যায়।

 

অমসৃণ নখ

নখের পৃষ্ঠ যদি ক্ষতবিক্ষত হয় বা গর্তযুক্ত হয় তবে এটি সোরিয়াসিস বা প্রদাহজনিত আর্থ্রাইটিসের প্রাথমিক লক্ষণ হতে পারে। এক্ষেত্রে নখের নীচের চামড়ার রং লালচে-বাদামি লাগতে পারে।

 

নখে ফাটল

শুষ্ক, ভঙ্গুর নখ যা প্রায়শই ফাটলযুক্ত বা বিভক্ত হয়, তা থাইরয়েড রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। আবার ছত্রাক সংক্রমণের কারণেও নখে ফাটল দেখা দিতে পারে, তবে সেক্ষেত্রে নখের রং হলুদ হবে।

 

নখের চারপাশ ফুলে যাওয়া

নখের চারপাশের ত্বক যদি লাল হয় এবং ফুলে যায় তবে একে ‘ইনফ্লেমেশন অব দ্যা নেইল ফোল্ড’ বলা হয়। এটি লুপাস বা অন্য সংযোজক টিস্যু সংক্রান্ত ব্যাধির কারণে হতে পারে। আবার সংক্রমণের কারণেও এটি হতে পারে।

 

নখের নীচে গাঁড় রেখা দেখা দেয়া

নখের নীচে যদি গাঁড় রেখা দেখা দেয় তবে দ্রুত এর কারণ অনুসন্ধান করতে হবে। কারণ অনেক সময় ভয়ানক ত্বকের ক্যান্সার মেলানোমার প্রাথমিক লক্ষণ হিসেবে এমনটা হতে পারে।

 

নখ কামড়ানো

নখ কামড়ানো সাধারণত অনেকের বদভ্যাস। তবে এর সাথে গভীর উদ্বেগের সম্পর্ক থাকে। তাই আপনি যদি নিজে থেকে এই অভ্যাস ত্যাগ করতে না পারেন, তাহলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।

বি.দ্র. বিভিন্ন রোগের লক্ষণ হিসেবে যেমন নখের রং ও অবস্থার পরিবর্তন হয়, তেমনি অনেক সময় অনেক সাধারণ কারণেও এটি ঘটতে পারে। তাই নখের রং বা অবস্থার অস্বাভাবিকতা লক্ষ্য করলে ডাক্তারের সাথে পরামর্শ করুন।

তথ্যসূত্র: ওয়েবএমডি।

 

টাইমস/এনজে

Share this news on:

সর্বশেষ

img
সৌদিতে চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু May 18, 2024
img
ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে স্বস্তি May 18, 2024
img
ওজন কমাতে চাইলে যে ৪ ফল খাবেন May 18, 2024
img
৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত May 18, 2024
img
গাজায় ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে লড়াই করতে প্রস্তুত ফিলিস্তিনি যোদ্ধারা May 18, 2024
img
ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, চলতি বছরে ৩৩ May 17, 2024
img
গত ৪৪ বছরে সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা : ওবায়দুল কাদের May 17, 2024
img
গাজায় ইসরায়েলি অভিযানের জন্য হামাসকেও দায়ী করলেন মাহমুদ আব্বাস May 17, 2024
img
চার বিভাগে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি May 17, 2024
img
এআই মানুষের জীবনধারাকে সহজ করলেও এটি সভ্যতার জন্য ঝুঁকি: পলক May 17, 2024