নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। শুক্রবার দিনগত রাত একটা থেকে শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া দগ্ধ বাকি ২১ জনের অবস্থাও আশঙ্কাজনক।
শনিবার ওই ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল কালাম ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দগ্ধ বাকি ২১ জনের অবস্থা আশঙ্কাজনক। অনেকের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে উপদেষ্টা চিকিৎসক সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিদের বেশির ভাগের শরীরের ৬০ থেকে ৭০ ভাগ পুড়ে গেছে। তাদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক।
মৃতদের মধ্যে রয়েছেন- মোস্তফা কামাল, রিফাত, রাশেদ, হুমায়ুন কবির, ইব্রাহীম, জুয়েল, সাব্বির, দেলোয়ার হোসেন, জামাল , জুনায়েদ , কুদ্দুস ব্যাপারী, মাইনুদ্দিন, জয়নাল, কাঞ্চন, নয়ন ও সাত বছরের শিশু জুবায়ের।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ১৬ জনের মৃত্যু হল। বিস্ফোরণে মসজিদের ছয়টি এসি পুড়ে গেছে। জানালার কাচ উড়ে গেছে। যদিও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল এসি বিস্ফোরণ হয়েছিল।
আরও পড়ুন
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: ঘটনা তদন্তে ৩ কমিটি
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: দগ্ধদের সুচিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর
ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪
টাইমস/এইচইউ