ভারতীয় এয়ারক্রাফটে ত্রুটি, বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন স্থগিত

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন স্থগিত করা হয়েছে। এয়ারক্রাফটে ত্রুটির কারণে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) বাংলাদেশ আসতে না পারায় এ সিদ্ধান্ত নিয়েছে দুই বাহিনী।

আজ রোববার থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন হওয়ার কথা ছিল।

রোববার গণমাধ্যমে পাঠানো বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের এক বার্তায় বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা টু নয়াদিল্লি/কলকাতা টু ঢাকা সকল বিমানের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। তাই বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন যোগদানের জন্য বিএসএফের প্রতিনিধিদল নিজস্ব এয়ারক্রাফট নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু শেষ সময়ে এসে বিএসএফের এয়ারক্রাফটে কারিগরি ত্রুটি ধরা পড়ে। যে কারণে বিএসএফের প্রতিনিধি দল রোববার ঢাকায় পৌছতে পারেনি।

শরিফুল ইসলাম আরও জানান, এরই পরিপ্রেক্ষিতে পূর্ব নির্ধারিত সময়সূচি (১৩-১৮ সেপ্টেম্বর) অনুযায়ী সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। সম্মেলনের পরিবর্তিত সময়সূচি এখনও ঠিক হয়নি, পরবর্তিতে গৃহিত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

 

টাইমস/এসএন

Share this news on: