গাজীপুরে আট ঘণ্টা পর নিয়ন্ত্রণে কারখানার আগুন, নারীর দগ্ধ লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় এফবি ফুটওয়ার নামের জুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে গোলাপী আক্তার (৩৩) নামে ওই নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

গোলাপী আক্তার কুড়িগ্রামের চিলমারী উপজেলার বারাবাড়ির হাটা সরদারপাড়া গ্রামের আইনুল হোসেনের স্ত্রী। নিহত গোলাপী আক্তার এফবি ফুটওয়্যার নামের ওই জুতা তৈরির কারখানায় আউট সোল হেল্পার হিসেবে কাজ করতেন।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ফায়ার সার্ভিসের কর্মীদের আট ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী বলেন, ওই জুতা কারখানায় লাগা আগুন রাত ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ছিলেন গোলাপী আক্তার। পরে রবিার সকাল সাড়ে নয়টার দিকে তার অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন কমান্ডার তানহারুল ইসলাম বলেন, শনিবার বিকেল চারটার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় মধ্যরাতে নিয়ন্ত্রণে আসে। তবে এখনো ধ্বংসস্তূপ থেকে কুণ্ডলী আকারে ধোঁয়া বের হচ্ছে।

আরও পড়ুন

গাজীপুরে জুতার কারখানায় আগুন

 

টাইমস/এইচইউ

Share this news on: