ইংরেজ কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক স্যামুয়েল টেলর কোলরিজ। তিনি ১৭৭২ সালের ২১ অক্টোবর ইংল্যান্ডের ডেভনে জন্মগ্রহণ করেন।
কোলরিজ ও তার বন্ধু উইলিয়াম ইংল্যান্ডের রোম্যান্টিক আন্দোলনের প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া তিনি লেক কবিদের সদস্য ছিলেন।
কোলরিজের বিখ্যাত কবিতা হলো দ্য রাইম অফ দ্য অ্যান্সিয়েন্ট ম্যারিনার, কুবলা খান। তার লেখা বায়োগ্রাফিয়া লিটারেরিয়া একটি বিখ্যাত সমালোচনামূলক প্রবন্ধ।
স্যামুয়েল টেলর ১৮৩৪ সালের ২৫ জুলাই ৬১ বছর বয়সে ইংল্যান্ডের হাইগেটে মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি-
“যে মৃত্যুর কথা সব সময় ভাবে, জীবনের প্রতি তার মমত্ববোধ জন্মে না।”