পাওয়ার গ্রিডের অগ্নিকান্ডে বিদ্যুৎ-বিচ্ছিন্ন সিলেট

সিলেটের কুমারগাঁওয়ে ১৩২/৩৩ কেভির বিদ্যুৎকেন্দ্রের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকলবাহিনীর সাতটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে এই অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে দমকলবাহিনীর এক সদস্য আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ১৩২/৩৩ কেভির জাতীয় গ্রিড লাইনের বিদ্যুতের তিনটি ইউনিটে পুড়ে গেছে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ওয়েল (তেল) সরবরাহ ইউনিটের। আগুন লাগার আগে বিকট শব্দ হয়েছে। ধারনা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: