দরপত্র ছাড়াই কেনা হবে ৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট

সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বুকলেট কিনবে সরকার। একইসঙ্গে ৪০ লাখ লেমিনেশন ফয়েলও কেনা হবে। এ লক্ষ্যে পাসপোর্ট বই ও লেমিনেশন ফয়েল ডিপিএম পদ্ধতিতে কেনার প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৮ নভেম্বর) ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২২তম বৈঠকে প্রস্তাবটির নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা সাংবাদিকদের জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বই ও লেমিনেশন ফয়েল কেনার প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। সুরক্ষা ও সেবা বিভাগের অধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এগুলো সংগ্রহ করবে।

ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৪টি প্রস্তাব উত্থাপন করা হয়। চারটিই অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত ৪টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১২৭ কোটি ৮ লাখ ৮৮ হাজার ১০১ টাকা।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: