বসানো হলো পদ্মা সেতুর ৩৮তম স্প্যান, আর বাকি ৩টি

পদ্মা সেতুর ৩৮তম স্প্যান বসানো হয়েছে। এর মধ্যদিয়ে সেতুর ৫ হাজার ৭০০ মিটার দৃশ্যমান হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে এই স্প্যান বসানো হয়।

জানা গেছে, পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে ৩৮টি বসানো সম্পন্ন হয়েছে। ৩৮টি স্প্যানের মধ্যে জাজিরা প্রান্তে ২৯টি ও মাওয়া প্রান্তে ৯টি স্প্যান বসানো শেষ হয়েছে।

এসকল স্প্যানের সব যন্ত্রাংশ চীন থেকে বাংলাদেশে আসছে। সাধারণত অন্য পিলারগুলোতে ৬ থেকে ৭টি পাইল ব্যবহার করা হলেও ১ ও ২ নম্বর পিলারে ১৬টি পাইল ব্যবহার করা হয়েছে। কারণ এ পিলার দিয়েই সেতুতে গাড়ি ও ট্রেন উঠবে।

পদ্মা সেতু প্রকল্পের একটি সূত্র জানিয়েছে, পদ্মা সেতুর আর মাত্র ৩টি স্প্যান বসানো বাকি আছে। এই তিনটি স্পান বসানো শেষ হলেই পরিপূর্ণ রুপ পাবে স্বপ্নের পদ্মা সেতু। আগামী ডিসেম্বরের মধ্যেই বাকি স্প্যানগুলো বসানো সম্ভব হবে বলেও সূত্রটি জানিয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: