প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক মোতাহার হোসেন চৌধুরী। তিনি ১৯০৩ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত (বর্তমানে বাংলাদেশ) নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ হলো- ‘আমাদের দৈন্য’, ‘আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী’, ‘মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা’ ‘রবীন্দ্রনাথ ও বৈরাগ্যবিলাস’ ও ‘সংস্কৃতির কথা’ ইত্যাদি। এছাড়াও তার অনুবাদকৃত দুটি গ্রন্থ হচ্ছে ’সভ্যতা’ এবং ’সুখ’।
তিনি ১৯৫৬ সালের ১৮ সেপ্টেম্বর চট্টগ্রামে মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি হলো-
“ইংরেজি ‘লাভ’ আর বাংলা ‘লাভ’ একসঙ্গে যায় না। লাভের খেয়াল থাকলে লাভ(ভালোবাসা) ব্যর্থ হয়ে যায়।”