সন্তান নেওয়ার সিদ্ধান্তে স্বাধীন নন দেশের ৭৭ শতাংশ নারী

সন্তান কখন এবং কয়টি নেওয়া হবে— এই মৌলিক সিদ্ধান্তটি নিতে পারছেন না দেশের অধিকাংশ নারী। জাতিসংঘের জনসংখ্যাবিষয়ক সংস্থা ইউএনএফপিএ’র সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ৭৭ শতাংশ নারী সন্তান নেওয়ার বিষয়ে নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। বিশ্বে এই হার ৬৬ শতাংশ হলেও, বাংলাদেশে তা আরও উদ্বেগজনক। প্রজনন অধিকার নিয়ে এই স্বাধীনতার অভাবকে ‘আসল সংকট’ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।

সোমবার (৭ জুলাই) রাজধানীর গুলশান-২ এ জাতিসংঘ ভবনে আয়োজিত অনুষ্ঠানে ‘স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট ২০২৫’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনের মূল প্রতিপাদ্য ছিল— ‘প্রজনন স্বাধীনতা: পছন্দের সুযোগ, সংখ্যার নয়।’

অনুষ্ঠানে ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, এই বছরের প্রতিবেদন প্রচলিত ‘অতিরিক্ত’ কিংবা ‘অপর্যাপ্ত’ জন্মসংখ্যার ধারণা থেকে সরে এসে আসল সমস্যার দিকে আঙুল তুলেছে—তা হলো নারী ও তরুণদের প্রজনন পরিকল্পনা বাস্তবায়নের স্বাধীনতার অভাব।

বিশ্বজুড়ে ১৪টি দেশে পরিচালিত জরিপ ও বাংলাদেশের জন্য ২০২২ সালের বিডিএইচএস-এর তথ্য ব্যবহার করে প্রতিবেদনটিতে বলা হয়—৪৫ শতাংশ মানুষই নিশ্চিত নন তারা তাদের কাঙ্ক্ষিত সন্তানসংখ্যা অর্জন করতে পারবেন কি না। ৫০ বছর বা তার বেশি বয়সী নারীদের মধ্যে ৩১ শতাংশ মনে করেন, তারা তাদের প্রত্যাশিত সংখ্যক সন্তানের তুলনায় কম সন্তান জন্ম দিয়েছেন।

অন্যদিকে, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণও একটি বড় বাস্তবতা। বাংলাদেশে প্রতি তিন নারীর একজন কখনো না কখনো অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের শিকার হন। এতে বোঝা যায়, একই নারীই একদিকে কাঙ্ক্ষিত সন্তান পেতে ব্যর্থ হচ্ছেন, আবার অনাকাঙ্ক্ষিত মাতৃত্ব বরণ করতে বাধ্য হচ্ছেন—যা প্রজনন স্বাস্থ্যসেবা ব্যবস্থার কাঠামোগত দুর্বলতারই প্রতিচ্ছবি।

প্রতিবেদন বলছে, মানুষ সন্তান নিতে পারছেন না মূলত চারটি কারণে। এরমধ্যে ৩৯% অর্থনৈতিক সংকটের কারণে সন্তান নিতে পারছেন না, ২৪% স্বাস্থ্যসেবা সীমাবদ্ধতায় ভুগছেন, ২৪% ভালো জীবনসঙ্গীর অনুপস্থিতিতে সন্তান ধারণে অনীহা এবং ১৯% ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণে সন্তান নিতে চান না।

প্রতিবেদনে বাংলাদেশের নারীদের প্রজনন অধিকার ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। এতে দেখা গেছে, ১১% নারী এখনো জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন না, ২৫% নারী নিজের চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন না এবং ২৪% নারী যৌন সম্পর্কে অসম্মতির অধিকার প্রয়োগ করতে পারেন না।

প্রতিবেদনটি স্পষ্ট করে দিয়েছে—আলোচনার কেন্দ্রে থাকা উচিত সংখ্যা নয়, বরং ব্যক্তির অধিকার। শিশুর সংখ্যা নয়, বরং সেই সন্তান ধারণের পেছনে থাকা নারীর পছন্দ, সম্মতি, নিরাপত্তা ও মর্যাদাই এখন প্রজনন ন্যায়বিচারের মূল প্রতিপাদ্য হওয়া উচিত।

এসব প্রসঙ্গে ইউএনএফপিএ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, স্বাস্থ্যখাতে জিডিপির মাত্র ০.৭% এবং মোট বাজেটের মাত্র ২% বরাদ্দ থাকায় বাংলাদেশে প্রয়োজনীয় প্রজনন স্বাস্থ্যসেবা, দক্ষ মিডওয়াইফ বা জীবনরক্ষাকারী ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা যাচ্ছে না।

তার মতে, বাজেট বরাদ্দ যথাক্রমে ৫% ও ১৫% পর্যন্ত বাড়ানো জরুরি।

প্রসঙ্গত, বিশ্ব জনসংখ্যা এখন ৮.২ বিলিয়ন। বাংলাদেশে জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৫৭ লাখ, যার অর্ধেকই নারী। দেশের দুই-তৃতীয়াংশ মানুষ কর্মক্ষম বয়সে রয়েছেন—ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সম্ভাবনা তৈরি হলেও, একই সঙ্গে ৭ শতাংশ মানুষ (প্রায় ১ কোটি ২০ লাখ) ৬৫ বছরের বেশি বয়সী, যা বার্ধক্যজনিত সংকটের পূর্বাভাস দিচ্ছে।

এছাড়া, কিশোর-কিশোরী (১০-১৯ বছর) রয়েছে প্রায় ৩ কোটি ৩০ লাখ এবং ১০-২৪ বছর বয়সী তরুণের সংখ্যা প্রায় ৫ কোটি—যাদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় এখনই দীর্ঘমেয়াদি বিনিয়োগ জরুরি।

এফপি/ টিএ  

Share this news on:

সর্বশেষ

img
আলভারেজ বিতর্কের পর ফুটবলে পেনাল্টির নিয়মে বড় পরিবর্তন Sep 18, 2025
img
৩ বছর পরে হাবিবের জন্য নতুন গান লিখলেন অলিক Sep 18, 2025
img
বায়ার্নকে জেতানো ম্যাচে রেকর্ড গড়লেন কেইন Sep 18, 2025
img
কানাডায় খালিস্তানপন্থিদের ভারতীয় দূতাবাস দখলের হুমকি Sep 18, 2025
img
কলকাতায় বাধ্যতামূলক করা হলো বাংলা সাইনবোর্ড Sep 18, 2025
img
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? Sep 18, 2025
img
রোনালদোকে ছাড়াই আল-নাসরের দুর্দান্ত জয় Sep 18, 2025
img
‘নারী সালমান খান’ হতে চান ধনশ্রী ভার্মা Sep 18, 2025
img
কৃত্রিম বুদ্ধিমত্তায় যুগান্তকারী সমঝোতা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের Sep 18, 2025
img
নাসুমের প্রতি সহানুভূতি প্রকাশ করলেন বুলবুল Sep 18, 2025
img
হিফজুল কোরআন প্রতিযোগিতায় লিবিয়া যাচ্ছেন বাংলাদেশি প্রতিনিধি Sep 18, 2025
img
রাইস ব্রান অয়েল রফতানিতে নতুন শুল্ক, ২০% হারে নিয়ন্ত্রণ Sep 18, 2025
img
নিজের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুখ খুললেন আশিস কাপুর Sep 18, 2025
img
ভোলায় পুলিশের নামে চাঁদাবাজি, ২ যুবক গ্রেপ্তার Sep 18, 2025
img
হানিয়ার সঙ্গে দেখা করার স্বপ্ন এখন হাতের নাগালে! Sep 18, 2025
img
এশিয়া কাপে সুপার ফোরে আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান! Sep 18, 2025
img
ঢাকায় দিনের শুরুতে থাকবে আংশিক মেঘলা, হতে পারে হালকা বৃষ্টি Sep 18, 2025
img
শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদ ইসলামের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ আজ Sep 18, 2025
img
তাহসানের লিরিক্সে রোজার মুঠোবন্দি রোমান্টিক ছবি পোস্ট Sep 18, 2025
img
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাত্রা Sep 18, 2025