ঈদের দিন ফাঁকা ঢাকা

দেশ চলমান করোনা মহামারির মধ্যেও এসেছে আরো একটি ঈদ, ঈদুল আজহা। সকালে জামাতে ঈদের নামাজ আদায়ের পর পশু কোরবানি দিয়েছেন রাজধানীবাসি। তবে, ঈদ উদ্‌যাপনের সেই চিরচেনা দৃশ্য যেন আজ হারিয়ে গেছে এই শহরের মানুষগুলোর জীবন থেকে।

করোনায় সরকারের নির্দেশে বন্ধ আছে ঢাকার বিনোদনকেন্দ্রগুলো। পার্ক, চিড়িয়াখানা, শিশুমেলা ও সিনেমা হল সবকিছু আগে থেকে বন্ধ। তা ছাড়া কফিশপ, খাবারের দোকান খোলা থাকছে নানা বিধিনিষেধ মেনে।

বৃষ্টিস্নাত ভরদুপুরে ফাঁকা ঢাকায় অনেকটা নির্জন হাতিরঝিল, ধানমন্ডি লেক, মানিক মিয়া অ্যাভিনিউ ও ক্রিসেন্ট লেক। পরিবার–পরিজন নিয়ে সাধারণ মানুষকে ঈদ উদ্‌যাপন করতে এসব স্থানে দেখা গেলেও তাদের সংখ্যাটাও বেশ কম।

এদিকে, রাজধানীর সড়কে যানবাহনের চাপ না থাকলেও উঠতি বয়সী তরুণ-তরুণীদের মোটরসাইকেল বেপরোয়া গতিতে চলতে দেখা গেছে। কিছু কিছু ব্যক্তিগত গাড়িও দ্রুতগতিতে ছুটে চলেছে সড়কে।

Share this news on: