‘নির্বাচনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে’

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, সব দলের অংশগ্রহণে দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

শনিবার সকালে দলটির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে অনির্ধারিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতীয় পার্টি মহাজোটের অংশ হিসেবেই নিজস্ব প্রতীক লাঙ্গল নিয়ে নির্বাচন করবে। বর্তমান নির্বাচনী পরিবেশ অনেক ভালো। এটি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়ক হিসেবে কাজ করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

Share this news on: