না.গঞ্জ সিটি নির্বাচনে প্রচারণার শেষ দিনে আইভী,তৈমুরের পাল্টাপাল্টি অভিযোগ


নির্বাচনে সহিংসতার আশঙ্কা জানিয়ে আইভি বলেন, ঘরের লোক-বাইরের লোক একসাথে জোট বেঁধেছে। অন্যদিকে তৈমূর আলমের অভিযোগ পরিস্থিতি উত্তপ্ত করছে বহিরাগতরা। নির্বাচন পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তাঁরা। 

আজ শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে আইভী বলেন, একটি পক্ষ থেকে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। ঘরে-বাইরের লোক একসঙ্গে জোট বেঁধেছে।

এ সময় তিনি আরো বলেন, এই নির্বাচনও আমার কাছে চ্যালেঞ্জ। আমার ভিত্তি জনগণ।সহিংসতা যারা করে তারা ঘর আর বাইরে বলে কথা নয়। তাদের প্রতিপক্ষ আসলে আমি।

তৈমুর আলম খন্দকারে সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের পক্ষ থেকে কোন ধরণের বিশৃঙ্খলতা হবে না। একটি পক্ষ ভোট দিতে ভয় ভীতি দেখাচ্ছে অভিযোগ করে তিনি ভোট দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন। সুষ্ঠু নির্বাচন হলে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হবোর আশা প্রকাশ করেন আইভী। 

এ সময় আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যদের নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার অনুরোধ জানান তিনি। 

নির্বাচনে বিজয়ী হওয়ার আশা প্রকাশ করে বলেন, বিজয়ী হলে নির্বাচনী প্রতিপক্ষ তৈমুর আলমকে নিয়ে একসাথে কাজ করবেন। এ সময় তিনি দল-মতের উর্ধ্বে উঠে কাজ করেছি উল্লেখ করে। সবার কাছে ভোট চান। 

এদিকে,

আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়ায় সংবাদ সম্মেলনে তৈমূর আলম খন্দকার অভিযোগ করেন, নারায়ণগঞ্জের বহিরাগতদের বক্তব্য নারায়ণগঞ্জ নির্বাচনকে উত্তপ্ত করে তুলেছে। তারা ঢাকা থেকে এসে এসব বক্তব্য দিচ্ছেন।

সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে তিনি। বলেন,নেতাকর্মীদের হয়রানির করা হচ্ছে, নির্বাচন কমিশনে অভিযোগ দিলেও কোন প্রতিকার হয়নি। বরং অভিযোগের পরে আরও হয়রানি বেড়েছে। এতকিছুর পরও নির্বাচন কমিশনে আস্থা রাখছেন বলে প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান তিনি।

আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক হুমকি বিষয়ে তিনি জানান। এখন আমি তার কথার মর্ম বুঝতে পারছি। তিনি আরো বলেন, আমার নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। সক্রিয় নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

নগরীর হোটেলগুলোতে আওয়ামী লীগ বহিরাগতদের রাখা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করে সার্কিট হাউজ ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। বিভিন্ন এমপিরা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে। 

নারায়ণগঞ্জের মানুষের দুর্ভোগ দূর করার জন্য নির্বাচনে দাঁড়িয়েছি। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুজব ছড়াচ্ছে একটি মহল। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য আসিনি বলেও জানান তৈমূর আলম খন্দকার। 

Share this news on:

সর্বশেষ

img
অস্ত্রোপচারের পর কেমন আছেন সাজিদ, জানালেন ফারাহ Dec 29, 2025
img
ঢাকার বুকে ফিরে এলো হারিয়ে যাওয়া 'কনাই নদী' Dec 29, 2025
img
হাসনাত আব্দুল্লাহর জন্য আসন ছেড়ে কাঁদলেন জামায়াতের প্রার্থী Dec 29, 2025
img
রাতে ঢাকায় শীতের প্রকোপ বাড়বে Dec 29, 2025
img
‘তুমি শেখাবে আমাকে’? একটি কথায় বদলে গেল রাজেশ-ডিম্পলের সম্পর্কের সমীকরণ Dec 29, 2025
img
সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও ছেলে Dec 29, 2025
img
ইমাদ ওয়াসিম ও সানিয়ার বিচ্ছেদের কারণ 'তৃতীয় পক্ষ'? Dec 29, 2025
img
কোটিপতি জামায়াত আমির, আছে নগদ ৬০ লাখ টাকা-ডুপ্লেক্স বাড়ি Dec 29, 2025
দক্ষিণ আমেরিকা সফরে মায়ামি- পেরু, কলম্বিয়া ও ইকুয়েডরে ম্যাচ Dec 29, 2025
অডিশন ভিডিওতেই আলোচনায় কৃতি Dec 29, 2025
ঝলমলে পোশাকেই যত আলোচনা Dec 29, 2025
img
সিলেটের খুঁটি থেকে গাছের মগডালে ঝুলছে 'অদ্ভুত পোস্টার বয়'! Dec 29, 2025
img
জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সাঈদীর দুই ছেলে Dec 29, 2025
৯০ হাজার ভক্ত নিয়ে গান প্রকাশের পর অভিনয় ছাড়ার কারণ জানালেন বিজয় Dec 29, 2025
এবারের বাণিজ্য মেলায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার! Dec 29, 2025
নরওয়ে-সুইডেন-ফিনল্যান্ডে তুষারঝড় জোহান্নেসের তাণ্ডব, ৩ প্রাণহানি Dec 29, 2025
img
প্রয়াত জাকির বদলি কোচ নিয়োগ ঢাকা ক্যাপিটালসের Dec 29, 2025
img
৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে এনসিপি Dec 29, 2025
img
কেন্দ্রীয় কার্যালয়ে নামাজ আদায় করলেন তারেক রহমান Dec 29, 2025
img
স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে : হাসনাত আব্দুল্লাহ Dec 29, 2025