ছেলে সন্তান জন্মদানে মায়েদের ঝুঁকি বেশি: গবেষণা

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ছেলে সন্তান জন্মদানকারী মায়েরা ৭১ থেকে ৭৯ ভাগ বেশি প্রসব পরবর্তী বিষণ্ণতায় ভোগেন।

ভারতের জার্নাল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড মেডিসিন পত্রিকায় প্রকাশিত ওই গবেষণায় দেখা যায়, নারীদের ছেলে সন্তান জন্ম দেয়ার সময় নানা সমস্যা হয়েছে। অন্যদের তুলনায় ১৭.৪ ভাগ বেশি জন্মোত্তর বিষণ্ণতার অভিজ্ঞতা রয়েছে তাদের।

কেন্ট ইউনিভার্সিটির গবেষকরা জন্মোত্তর বিষণ্ণতা বিষয়ে অধ্যয়ন করে দেখেছেন, কন্যা শিশু জন্মদানের চেয়ে ছেলে শিশু জন্মদানে ৭৯ শতাংশ বিষণ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

গবেষক ড. সারাহ জনস ও ড. সারাহ মায়ারের পরিসংখ্যান অনুসারে, ছেলে শিশু জন্ম ও জন্মের সময়ের জটিলতা উভয়ই জন্মোত্তর বিষণ্ণতা ঝুঁকি বাড়ায়। তাই এ বিষয়ে প্রসূতি মায়েদের সচেতন হওয়া প্রয়োজন।

গবেষণায় দেখা গেছে, জন্মদানে জটিলতা স্বাভাবিকভাবেই নারীদের বিষণ্ণতা, উদ্বেগ ও চাপ বাড়ায়। তবে যারা সন্তান জন্মদানে মানসিক সমর্থন পান তাদের জন্মোত্তর বিষণ্ণতার মাত্রা কম।

ড. জনস বলেন, জন্মোত্তর বিষণ্ণতা এমন একটি রোগ যা এড়ানো যেতে পারে। সে ক্ষেত্রে প্রসূতি মায়ের যত্ন নিতে হবে। মানসিকভাবে সমর্থন দিতে হবে। তাতে তারা বিশেষভাবে উপকৃত হবেন।

পুরুষ ভ্রূণ ও জন্ম জটিলতা অভিজ্ঞতা দুইয়ের ফলেই প্রদাহ বৃদ্ধি পায়। যদিও এই গবেষণায় জন্মোত্তর বিষণ্ণতার সঙ্গে এর সম্পর্ক অস্পষ্ট। তবে বিষণ্ণতার উপসর্গগুলি অনেক সময়ই প্রদাহ বৃদ্ধির সঙ্গে সম্পৃক্ত।

 

Share this news on: