বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক

রংপুরে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ হানিফুর রহমান সৈকত নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান।

তিনি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কামাল কাছনা মায়াময়ী সড়কের ১৩৬ নম্বর বাসায় অভিযান চালিয়ে মরহুম আব্দুল মোনেমের ছেলে হানিফুর রহমান সৈকতকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড কার্তুজসহ যুক্তরাষ্ট্রে (ইউএসএ) তৈরি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া ওই বাসা থেকে একটি ট্যাটা, একটি এসএস পাইপ ও লোহার রড উদ্ধার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতার সৈকত কোনো অপরাধমূলক কর্মকাণ্ড এবং সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান। আরপিএমপি কোতয়ালি থানায় হানিফুর রহমান সৈকতের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

Share this news on: