ভূমিকম্পে তুরস্কের অর্থনীতির ক্ষতি ৮৪ বিলিয়ন ডলার

দক্ষিণ তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে এখন পর্যন্ত শুধু তুরস্কেই প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। হতাহতের পাশাপাশি এই ভূমিকম্পে দেশটির অর্থনীতিও ব্যাপক ক্ষতির সম্মুখীন, যা হতে পারে জিডিপির প্রায় ১০ শতাংশ।

রোববার (১২ ফেব্রুয়ারি) তুর্কি এন্টারপ্রাইজ অ্যান্ড বিজনেস কনফেডারেশনের (তুর্কনফেড) বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, বিধ্বংসী ভূমিকম্পে তুরস্কের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৮৪ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে, যা দেশটির জিডিপির প্রায় ১০ শতাংশ।

তুর্কি ব্যবসায়িক গোষ্ঠিটির অনুমান, গেল ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে তুরস্কের আবাসিক ভবনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক হিসাবে যা প্রায় ৭০ দশমিক ৮ বিলিয়ন ডলার। এছাড়া জাতীয় আয়ের ক্ষেত্রে আরও ১০ দশমিক ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তুর্কনফেড জানিয়েছে, এ ভূমিকম্পের কারণে দেশটির শ্রমখাতও ক্ষতির মুখে পড়েছে। আর্থিক হিসাবে যা হবে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার। কারণ শক্তিশালী এ ভূমিকম্প তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাশাপাশি প্রতিবেশী দেশ সিরিয়ার ১০টি প্রদেশকে বিপর্যস্ত করেছে। এতে ১ কোটি ৩৫ লাখ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

১৯৯৯ সালে ইস্তাম্বুলের কাছে আঘাত হানা ভূমিকম্পের ওপর ভিত্তি করে এ হিসাব করেছে তুর্কনফেড। ওই ভূমিকম্পে দেশটির প্রায় ১৮ হাজার মানুষ নিহত হন। যদিও ৬ ফেব্রুয়ারি আঘাত হানা ভূমিকম্পটি ১৯৯৯ সালের ভূমিকম্পটির তুলনায় অনেক বেশি শক্তিশালী ও বিধ্বংসী ছিল। এতে এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ।

এদিকে বার্কলেস পিএলসিসহ অনেকেই বলছেন যে, ভূমিকম্পের আর্থিক ক্ষয়ক্ষতি হিসাব করার মোক্ষম সময় এটি নয়। ভূমিকম্পের প্রভাব সঠিকভাবে মূল্যায়ন করতে হলে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। কিন্তু তুর্কনফেডের এ গণনা অন্যান্য অর্থনীতিবিদদের এখন পর্যন্ত করা অনুমানকে ছাড়িয়ে গেছে।

তুর্কনফেড বলছে, ভূমিকম্পে তুরস্কের অবকাঠামো, রাস্তাঘাট ও পাওয়ার গ্রিডের পাশাপাশি হাসপাতাল ও স্কুলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা দেশটির এ বছরের বাজেট ঘাটতিকে জিডিপির ৫ দশমিক ৪ শতাংশের ওপরে ঠেলে দিতে পারে। এটি ৩ দশমিক ৫ শতাংশ হবে বলে আগে পূর্বাভাস দিয়েছিল দেশটির সরকার।  

ব্লুমবার্গ ইকোনমিক্সের প্রাথমিক গণনা অনুসারে, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে পুনরূদ্ধার প্রচেষ্টাসহ দুর্যোগ-সম্পর্কিত কর্মকাণ্ডে দেশটির খরচ হতে পারে জিডিপির প্রায় ৫ দশমিক ৫ শতাংশ। 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, তার সরকার এক বছরের মধ্যে আবাসন পুনঃর্নির্মাণ কাজ শেষ করবে। যার জন্য প্রাথমিকভাবে প্রায় ১০০ বিলিয়ন লিরা বা ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার দুর্যোগ ত্রাণ হিসাবে বরাদ্দ করার হয়েছে

Share this news on:

সর্বশেষ

img
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন May 16, 2024
img
এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০ মন্ত্রণালয় May 16, 2024
img
কানে প্রথমবারই নজর কাড়লেন অভিনেত্রী ভাবনা May 16, 2024
img
ব্যাংকঋণের সুদহার ১৪ শতাংশের বেশি হবে না: বাংলাদেশ ব্যাংক May 16, 2024
img
কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু : প্রাণিসম্পদমন্ত্রী May 16, 2024
img
ডোনাল্ড লু’র বক্তব্যের পর ফখরুলের বক্তব্যের কোনো মূল্য নেই: কাদের May 16, 2024
img
২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন May 16, 2024
img
বিমানবন্দরের কাছের ফ্লাইওভারে প্রাইভেটকারে আগুন May 16, 2024
img
দুবাইয়ে ৩৯৪ বাংলাদেশির গোপন সম্পদের মূল্য ২ হাজার ৬৩৬ কোটি May 16, 2024
img
সৌদি পৌঁছেছেন ২১ হাজার ৬৩ হজযাত্রী May 16, 2024