বিল গেটস যে অভ্যাস ছেড়েছিলেন

অভ্যাস এবং রুটিনভিত্তিক জীবন খুবই শক্তিশালী। এতে অল্প সময়ে অনেক সিদ্ধান্ত নেয়া যায়। কিন্তু সব অভ্যাস ভালো না।

যদি এমন হয় আপনি কোনো অভ্যাস ত্যাগ করতে পারছেন না, তবে বিল গেটসের থেকে অনুপ্রেরণা নিতে পারেন। তিনি সফল হতে গিয়ে অনেক বাজে অভ্যাস ছেড়েছিলেন।

বিশ্বের শীর্ষ ধনী এই বিল গেটস। তার বাজে অভ্যাস ছিল ঢিলেমি করা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়ার সময় তার এই সমস্যাটা বেড়েছিল। ঢিলেমির কারণে প্রায় সময় তার ক্লাসে যেতে দেরি হতো। তিনি সবকিছু একেবারে শেষ মুহূর্তে করতেন। তিনি মনে করতেন, এটা ছিল তার বড় একটি দুর্বলতা।

কিন্তু সফল হবার জন্য এই অভ্যাসটি কখনই ভালো নয়। তাই তিনি টিভি তারকা কেভিন ও’ল্যারির কাছ থেকে একটি পরামর্শ নিয়েছিলেন। সেটি হলো, ‘জীবনকে একটি নির্দিষ্ট সময়সূচিতে আটকে দিন।’

সুতরাং, আপনি যদি সফল হতে চান তবে আপনার বাজে অভ্যাসটিকে খুঁজে বের করুন। আর বদলে ফেলুন নিজেকে। নিজের উপর বিশ্বাস রাখুন। সফলতা আসবেই।

 

Share this news on: