গাজীপুরের সালনায় কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা এবং তার মা ও দুই বোনকে জখমের ঘটনায় একমাত্র আসামিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
রাজধানীর কারওয়ান বাজারে বৃহস্পতিবার (১১ মে) দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানান বাহিনীর মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা থেকে বুধবার রাতে সাইদুল ইসলামকে গ্রেপ্তার করে র্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১-এর একটি দল।
গত ৮ মে রাতের ওই ঘটনায় কলেজছাত্রীর বাবা বাদী হয়ে গাজীপুর সদর থানায় হত্যা মামলা করেন। সে মামলায় গ্রেপ্তার করা হয় ময়মনসিংহের মুক্তাগাছার সাইদুলকে।
র্যাব জানায়, সাইদুল চট্টগ্রামের একটি মাদ্রাসা থেকে দাওরা পাস করেন। তিনি গাজীপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করার পাশাপাশি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন এবং এলাকার বিভিন্ন বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন। দুই মাস আগে দুটি চাকরিই ছেড়ে দেন। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেয়ার জন্য তিনি নিজের চেহারা পরিবর্তন করে টাঙ্গাইলের ভূঞাপুরে তার এক বন্ধুর বাসায় আত্মগোপন করেন। এ অবস্থায় র্যাব তাকে গ্রেপ্তার করে।
কলেজছাত্রীর পরিবারের বরাতে র্যাব জানায়, ভুক্তভোগী ২০২০ সালে জয়দেবপুরের একটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তী সময়ে গাজীপুরের চৌরাস্তার একটি কলেজে ভর্তি হন। ওই কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
আরও জানায়, কলেজছাত্রী উচ্চশিক্ষা নিতে দেশের বাইরে যাওয়ার জন্য ভিসাসহ আনুষঙ্গিক নথিপত্র প্রস্তুত করছিলেন।