এক সপ্তাহ ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ব্যাচেলর বাসায় রেখে হত্যাকান্ড ঘটায় অপহরণকারীরা। এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজধানীর গাজীপুরে।
বৃহস্পতিবার (১৮ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমনটা জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের উর্ধতন কর্মকর্তা মোর্শেদ।
অপহরণকারী চক্রের মূলহোতাসহ ৫(পাঁচ) জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাজধানীর উত্তরা বিভাগের দক্ষিনখান থানা এবং নোয়াখালীর দুর্গম হাতিয়া দ্বীপে অভিযান পরিচালনা করে এ গ্রেফতার করা হয়। এ সময় বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।