তীব্র দাবদাহে যখন সাধারণ মানুষের হাসফাস অবস্থা ঠিক তখনই জেলা যুবলীগ এগিয়ে আসলো তৃষ্ণার্ত পথিকদের মাঝে ফ্রি সুপেয় পানি নিয়ে।
রংপুর জেলা যুবলীগের আয়োজনে ফ্রি এই ক্যাম্পেইন বুধবার দুপুরে বঙ্গবন্ধু মূর্যাল এর সামনে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক লক্ষীন চন্দ্র দাস,যুবলীগ সদস্য আহমেদ ডিজেল সহ অন্যান্য নেতা কর্মীরা।
পথিক জাহিদুল ইসলাম বলেন,হেটে বাড়ি যাচ্ছিলাম। গরমে অবস্থা নাজেহাল। এখানে এসে দেখি ওনারা সুপেয় পানি বিতরণ করছেন। পানি খেয়ে এখন একটু ভালো লাগছে।
রিক্সা চালক শহিদুল বলেন,সারাদিন রিক্সা চালাই মাঝে মাঝে গলা শুকায় যায়। এখানে এসে দেখি ওনারা পানি খাওয়াচ্ছেন। পানি খেয়ে এখন কিছুটা ভালো লাগছে।ওনাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানাই।
অটো চালক ফরহাদ জানান,আমরা তো পানি খাওয়ার সময় পাইনা রাস্তায় সুপেয় পানি বিতরণ কর্মসূচি দেখে নামলাম সেই সাথে আমার অটোর যাত্রীরাও পানি খেয়েছেন।আবার রওনা দিবো।ওনাদের কাজে অনেক খুশি আমরা।সবাই এভাবে এগিয়ে আসলে অনেক উপকার হতো।