ভাসমান মন্ডপ দেখতে উপচে পরা ভীড়




রংপুরে ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ভাসমান মণ্ডপে আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গাপূজা।

রংপুরে মহানগরীর সাতগাড়া চড়কবাড়ী পূর্বপাড়া এলাকার দূর্গা মন্দিরের সভাপতি ভবানী কুমার রায়ের পুকুরে সাতগাড়া স্মৃতি সংঘের আয়োজনে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব।

শুধু নগরী নয় শহরের বিভিন্ন জেলা উপজেলা থেকে সনাতন ধর্মাবলম্বীরা সকাল থেকে রাত অবধি উপচে পড়া ভীড় করছেন এই মণ্ডপ দেখতে।

ভাসমান পুজা মণ্ডপের উপরে স্থাপন করা হয়েছে শিব ভোলানাথের প্রতিমা। এছাড়াও জমকালো লাইটিং ও পানির নজরকাড়া ফয়োরায় শারাদীয় দুর্গা পুজোর আয়োজন কে রঙিন করে তুলেছে। মণ্ডপে মণ্ডপে ঢাক-ঢলের বাজনা সেই সাথে ফুল, ধূপ ও আগরে ছড়াচ্ছে সৌরভ। শিশু থেকে বৃদ্ধ, সব বয়সী পুণ্যার্থী প্রতিমার সামনে আসছেন। খালি পায়ে করজোড়ে দেবীকে প্রণাম করছেন।দেব-দেবীর কাছে প্রণামের সময় অনেকেই মনের বাসনাও প্রকাশ করছেন। 

মণ্ডপ দেখতে আসা মিতালি রানী বলেন,শহরের অনেক পূজা মণ্ডপ ঘুরেছি।পরে জানতে পারলাম এখানে ভাসমান মণ্ডপ বানানো হয়েছে।দেখে অনেক ভালো লাগছে।এটা এক ধরনের আলাদা উদ্যোগ। 

সুকান্ত দাস নামে আরো এক যুবক বলেন,পূজায় প্রতিটা মণ্ডপ ঘুরে ঘুরে দেখা হয়।আজকে এখানে আসলাম।সুন্দর করে সাজানো হয়েছে চারদিকটা। মায়ের কাছে(দেবী) মনের কথা বললাম,পুজো দিলাম এখন ঘুরছি চারদিকটা।ভালোই লাগছে।

সাতগাড়া চড়কবাড়ী পূর্বপাড়া দূর্গা মন্দিরের সভাপতি ভবানী কুমার রায় জানান,সবার সহযোগিতা পেলে প্রতি বছরই এমন আয়োজন করা সম্ভব। গত কয়েক বছরে করোনার কারণে সেভাবে আয়োজন করা হয়ে উঠেনি।আর ১৭ বছর পর এই ভাসমান মন্ডপ করা হয়েছে।সবার সহোযোগিতায় সামনের বছর আরো বড় আয়োজন করতে চাই।
তিনি আরো বলেন,সকাল থেকে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আসছেন। নিরাপত্তা নিশ্চিত করতে নানান ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।আশা করছি কারো সমস্যা হবেনা।


উল্লেখ্য, ১৭ বছর পর আবারো ব‍্যতিক্রম ধর্মী ভাসমান পুজা মন্ডপ তৈরি করলো রংপুরের সাতগাড়া স্মৃতি সংঘ।
মন্দিরের চারদিকে সাদা পোশাকে গোয়ান্দা সহ পুলিশ পাহারায় রয়েছে পুরো মণ্ডপ প্রাঙ্গন।


Share this news on:

সর্বশেষ

img
কোটা আন্দোলনের তিন সমন্বয়ক ডিবি হেফাজতে Jul 27, 2024
img
নারী এশিয়া কাপ: বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে ভারত Jul 26, 2024
img
সহিংসতায় ঢাকায় ২০৯ মামলা, গ্রেপ্তার ২৩৫৭ Jul 26, 2024
img
সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী Jul 26, 2024
img
৩০০ কক্ষ ভাঙচুর, সংস্কারের পরই চালু হবে শিক্ষা কার্যক্রম: ঢাবি উপাচার্য Jul 26, 2024
img
অলিম্পিক উদ্বোধনের আগেই ফ্রান্সে দ্রুতগতির রেল নেটওয়ার্কে হামলা ও অগ্নিসংযোগ Jul 26, 2024
img
আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী Jul 26, 2024
img
পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ : হারুন Jul 26, 2024
img
ঢাকা ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস Jul 26, 2024
img
‘হাসিন দিলরুবা’র পরের কিস্তিতে চমক নিয়ে আসছেন তাপসী পান্নু Jul 26, 2024