গুলশানের নিজ বাসা থেকে তুলে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকাল ৯ টা ৫০ মিনিটে তাকে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে আনা হয়।
এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, ডিবির গুলশান বিভাগ মির্জা ফখরুলকে আটক করেছে। তাকে ডিবির মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পুরোনো মামলা আছে। গতকাল শনিবারের সহিংসতার ঘটনায়ও মামলা হবে। তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে সকাল পৌনে ৯টার দিকে আটক করা হয়। এ বিষয়ে তার স্ত্রী রাহাতারা বেগম বলেন, সকাল পৌনে নয়টার একদল ডিবি পুলিশ এসে জিজ্ঞাসাবাদের কথা বলে তাকে আটক করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ডিবির একদল সদস্য প্রথমে বাসায় ঢুকে গেইট এবং বাসার ভেতরের সিসি ক্যামেরা খুলে নেয়। দশ মিনিট পরে আবার এসে মির্জা ফখরুলকে জিজ্ঞাসাবাদের কথা বলে আটক করে নিয়ে যায়।
তার স্ত্রী জানান, মির্জা ফখরুল অসুস্থ তার নিয়মিত ওষুধ নিতে হয়। তিনি আশা করেন, জিজ্ঞাসাবাদ শেষে তাকে (ফখরুল) বাসায় দিয়ে যাবেন আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা সকাল থেকে ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা গেইট ভাঙ্গার চেষ্টা করছে করছে বলেও অভিযোগ করা হয়।