বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবার শীর্ষ স্থানে এসেছে ঢাকা। তবে বায়ুমান খুব বেশি খারাপ হয়নি। ২৪৮ স্কোরের ঢাকায় এখন আবহাওয়ায় ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থা বিরাজ করছে।
রবিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৪ মিনিটে বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ তথ্য উঠে আসে।
এর আগে ২৬ ও ২৭ ডিসেম্বর টানা দুই দিন শীর্ষ স্থানে ঢাকা।
আজ সকালে দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ২৪৩, বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’; তৃতীয় স্থানে চীনের সাংহাই, স্কোর ২৩৫, বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’; চতুর্থ স্থানে বসনিয়া হারজেগোভিনিয়ার সারাজেভো, স্কোর ২২৭, বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’; পঞ্চম ভারতের কলকাতা, স্কোর ২১৩, বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’।
এর নিচে বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকা শহরের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে চীনের চেংডু, স্কোর ১৯৯; সপ্তম পাকিস্তানের করাচি, স্কোর ১৯২; অষ্টম সংযুক্ত আরব আমিরাতের দুবাই, স্কোর ১৮৮; নবম স্থানে পাকিস্তানের লাহোর, স্কোর ১৭৬; দশম স্থানে রয়েছে চীনের হ্যাংঝো, স্কোর ১৬৮।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।