মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে অরাজকতায় দায়ীদের বিচার হবে: সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে অরাজকতায় দায়ীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে জটিলতা খতিয়ে দেখা হচ্ছে। কেউ দায়ী থাকলে তার বিচার হবে।

বুধবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বিরোধীদলীয় চিফ হুইপের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে কেন এত মানুষ বিড়ম্বনায় পড়ল তা অনুসন্ধান করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, কিছু লোক দালালের খপ্পরে পড়ে। দালালদের ধরে যেতে চায়। এ জন্যই সমস্যার তৈরি হয়।

তিনি বলেন, স্পেশাল ফ্লাইট দিয়েও কিন্তু এবার মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এই বাদ পড়ার কারণটা অনুসন্ধান করা হচ্ছে।

সরকার যখনই আলোচনার মাধ্যমে কোনো দেশে শ্রমবাজার ঠিক করে তখনই কিছু লোক ঝামেলা তৈরি করে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কী যাবে না, ঠিক তখনই দেখা যায় আমাদের দেশের এক শ্রেণির লোক যারা ম্যানপাওয়ারের ব্যবসা করে, তারা তড়িঘরি করে লোক পাঠানোর চেষ্টা করে। এদের সঙ্গে মালয়েশিয়ার কিছু লোকও জড়িত আছে। যার ফলে জটিলতা সৃষ্টি হয়।’

তিনি বলেন, ‘প্রতিটি বারই যখনই সরকারের পক্ষ থেকে আলোচনা করে একটা সমাধানে যাই, তখনই কিছু লোক ছুটে যায়, একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে। অনেক সময় যারা যায় তাদের কাজেরও ঠিক থাকে না, চাকরির ঠিক থাকে না, বেতনেরও ঠিক থাকে না, তারা সেখানে গিয়ে বিপদে পড়ে। তবে এবারে কী সমস্যাটা হয়েছে অবশ্যই আমরা এটা খতিয়ে দেখছি। এবার এর জন্য কেউ যদি দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে।’

আওয়ামী লীগের সংসদ সদস্য খসরু চৌধুরীর এক লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর কিছু অভিঘাত বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ ও স্বল্প সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে কিছু সুবিধার অবসান ঘটবে। একইসঙ্গে অর্থনৈতিক সক্ষমতার বিকাশের মাধ্যমে কিছু বাড়তি সুবিধা তৈরি হবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ সার্বিকভাবে সম্পূর্ণ এসডিজি বাস্তবায়নে বৈশ্বিক অর্থায়ন একটি অন্যতম চ্যালেঞ্জ। যেহেতু রূপকল্প ২০৪১ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ এবং আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে এসডিজিকে সমন্বিত করে কাজ করছি, তাই আমরা আশাবাদী যে ২০৩০ সালের মধ্যে আমাদের অগ্রাধিকারপ্রাপ্ত লক্ষ্যমাত্রাসমূহ বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে সক্ষম হব।

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মো. মাইনুল হোসেন খানের এক প্রশ্নের জবাবে সরকারপ্রধান বলেন, কমিউনিটি ক্লিনিক বর্তমান সরকারের সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১৯৯৮-২০০১ সময়ে ১০ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক নির্মিত ও অধিকাংশই চালু করা হয় এবং জনগণ সেবা পেতে শুরু করে। কিন্তু ২০০১ সালে সরকার পরিবর্তনের পর এ কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং এ অবস্থা ২০০৮ সাল পর্যন্ত চলমান থাকে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নদীভাঙন ও অন্যান্য কারণে ৯৯টি কমিউনিটি ক্লিনিক ধ্বংস হয়ে যায় এবং ১০ হাজার ৬২৪টি বিদ্যমান থাকে।

Share this news on:

সর্বশেষ

img
মাঠ থেকে জয়ের তৃপ্তি নিয়েই বাড়ি ফিরলেন তামিম Jul 23, 2025
img
রাশমিকার নতুন পরিচয়, লঞ্চ করলেন নিজের পারফিউম ব্র্যান্ড ‘ডিয়ার ডায়রি’ Jul 23, 2025
img
প্রকাশিত হলো ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’ এর পোস্টার, ভেসে উঠলো আগুনে ঘেরা পানডোরা Jul 23, 2025
ভারতীয় আকাশ থেকে মিগ-২১ বিদায়, আসছে দেশীয় তেজস Jul 23, 2025
img
উত্তরায় বিমান দুর্ঘটনায় চিকিৎসাধীন প্রাণ হারাল আরও একজন, প্রাণহানি বেড়ে ৩২ Jul 23, 2025
৪ দল এক টেবিলে! জা/মা/য়াত যা বলল প্রধান উপদেষ্টাকে Jul 23, 2025
প্রধান উপদেষ্টার ডাকে ৪ দল এক টেবিলে! যা বললেন আসিফ নজরুল Jul 23, 2025
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত : ভেতরে যা ছিল, দেখে স্তম্ভিত সবাই! Jul 23, 2025
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতে- র সংখ্যা বেড়ে ৩১, সিঙ্গাপুর থেকে চিকিৎসক আনছে সরকার Jul 23, 2025
img
৬ মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ, নিখোঁজদের পরিবারকে নমুনা দেয়ার অনুরোধ Jul 23, 2025
বাংলাদেশের সিরিজ জয়ে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের বিখ্যাত জলিল চাচা Jul 23, 2025
img
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে : প্রধান উপদেষ্টা Jul 23, 2025
আমার নয়, সব কৃতিত্ব প্লেয়ারদের; মাইলস্টোনের বাচ্চাদের জন্য মন কাঁদছে; বুলবুল Jul 23, 2025
img
সাগরে ৪ দিন ধরে ভাসতে থাকা ১৮ জেলে উদ্ধার Jul 23, 2025
img
লিটনের নেতৃত্বে টানা দুই ইতিহাস, রেকর্ড হলো আরও Jul 23, 2025
img
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট র‍্যাংকিং এ পিছিয়ে গেল যুক্তরাষ্ট্র Jul 23, 2025
img
এই উইকেটে ১৫০-১৬০ রান করা সম্ভব ছিল : জাকের Jul 23, 2025
img
বিপিএলে এর চেয়ে ভালো উইকেটে খেলেছি: ফাহিম আশরাফ Jul 23, 2025
img
ম্যাচ জেতানো ইনিংস ছাড়া আমি কাউন্ট করি না : জাকের Jul 23, 2025
img
সিরিজ বাড়ানো নিয়ে নাকভির সঙ্গে কথা বলবেন বুলবুল Jul 23, 2025