বাংলাদেশে চলমান শিক্ষা কার্যক্রম কার্যকরীভাবে বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্ন্তর্বতীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রোববার (১৮ আগস্ট) দায়িত্ব পাওয়ার প্রথম দিনে মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই তথ্য জানিয়েছেন তিনি।
এসময় তিনি বলেন, নতুন শিক্ষাক্রম উন্নত করতে হবে। কিন্তু যেটা ইতোমধ্যে তৈরি করা হয়েছে সেটি আমাদের দেশে বাস্তবায়ন করা খুবই কঠিন। বিশেষ করে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিরে জন্য এটি আমাদের দেশের জন্য যথাযথভাবে উপযোগীও না।
তিনি আরও বলেন, সাময়িক সময়ে জন্য আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করবো। তবে শিক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকটিও আমরা বিবেচনা করবো। তবে আমাদের শিক্ষাক্রম আধুনিক করা প্রয়োজন। তার জন্য আমাদের একটু সময় লাগবে।
এছাড়া দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সম্পর্কে বলেন, আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এমন ব্যক্তিকে নিয়োগ দিতে চাই যার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রশাসনিক যোগ্যতাও থাকা উচিত। বিগত দিনগুলোতে এই দুইয়ের সমন্বয় হয়নি বলেই ছাত্র-শিক্ষক সম্পর্কের অবনতি হয়েছে। তবে এই মুহূর্তে একসাথে সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া সম্ভব নয়। তার জন্য আমরা প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলো দ্রুত চালু করার জন্য কাজ করবো।