ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের লুটকৃত অস্ত্র ও গোলাবারুদ কারো কাছে রক্ষিত থাকলে আগামী সাত দিন অর্থাৎ ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দিতে অনুরোধ জানিয়েছে পুলিশ সদরদপ্তর। অন্যথায় কারও কাছে এ ধরনের অস্ত্র পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর সারাদেশে বিভিন্ন থানা ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় উচ্ছৃঙ্খল জনতা।
পুলিশের এসব অস্ত্র জমা দেওয়ার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা/ইউনিট/ডিউটিস্থল হতে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশের লুট হওয়া কিছু অস্ত্র ও গোলাবারুদ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত লুট হওয়া এক হাজার ৮৯০টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ৯২ হাজার ৯২টি গুলি, দুই হাজার ৮৮০টি টিয়ার শেল এবং ২৯৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।