ইয়েমেনে আরব আমিরাতের সামরিক ঘাঁটিতে হামলায় ৫ সেনা নিহত

ইয়েমেনে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এতে  দেশটির পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অনন্ত একজন। তবে প্রাথমিকভাবে কে বা কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি।

শনিবার দেশটি আবিয়ান শহরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, আরব আমিরাতের সহায়তায় চলা একটি ইয়েমেনি ঘাঁটিতে হামলা চালায় তারা। তাদের কাছে আরপিজি ও হালকা ধরনের অস্ত্র ছিলো। হামলা পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে এবং তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

ধারণা করা হচ্ছে আল-কায়েদা এই হামলা চালিয়েছে। কারণ এর আগেও সামরিক ঘাঁটিতে এভাবে হামলা চালিয়েছিলো তারা।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের সহায়তায় ইয়েমেনের প্রেসিডেন্ট আবু রাব্বু মানসুর হাদির সরকারকে সমর্থন দিয়ে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছেন।

Share this news on: