নাইজারে ১৫ কিশোরীকে অপহরণ করেছে বন্দুকধারীরা

আফ্রিকার দেশ নাইজারে একটি গ্রামে বন্দুকধারীদের অপহরণের শিকার হয়েছে ১৫ জন কিশোরী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এই সংবাদ জানিয়েছে।

নাইজেরিয়া সীমান্তবর্তী শহর তুরমুরের মেয়র বুকার মানি অর্থে ররাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, প্রায় ৫০ জন অজ্ঞাত বন্দুকধারী এসে মেয়েদের উঠিয়ে নিয়ে যায়।

ধারণা করা হচ্ছে, সম্প্রতি সরকারি বাহিনীর অভিযানে বোকো হারামের ৪৪ সদস্য নিহত হওয়ার জবাবে এই অপহরণ চালিয়েছে গোষ্ঠীটি।

২০০৯ সাল থেকে উত্তরপূর্ব নাইজেরিয়ায় একটি কট্টরপন্থী ইসলামিক রাষ্ট্র গঠন করার চেষ্টায় আছে বোকো হারাম। আশপাশের নাইজার, চাদ এবং ক্যামেরুনে তারা ব্যাপক সংখ্যক হামলা চালিয়েছে। বোকো হারাম সংশ্লিষ্ট সহিংসতায় নিহত হয়েছে হাজার হাজার মানুষ।

Share this news on: