টিসিবির ৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল হয়নি

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘টিসিবির ৪৩ লাখ ফ্যামিলি কার্ড’ বাতিলের খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মুখপাত্র হুমায়ুন কবির।

শনিবার (৯ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলেন তিনি। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে হুমায়ুন কবিরের বক্তব্য নিয়ে কার্ড বাতিলের খবর প্রকাশিত হয়।

এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, টিসিবির ১ কোটি কার্ডের মধ্যে ৫৭ লাখ স্মার্ট কার্ডে রূপান্তরিত হয়েছে, বাকি ৪৩ লাখও রূপান্তরের জন্য প্রক্রিয়াধীন। এসব কার্ডের মধ্যে কোনোটিতে অনিয়ম ধরা পড়লে সেটি বাতিল হবে। তবে এখনও ১ কোটি কার্ডধারী পণ্য নিতে পারছেন।

সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির জানান, অনেক কার্ডধারীর এনআইডি থেকে ঢাকায় একবার কার্ড নেওয়া হয়েছে, আবার নিজের গ্রামের বাড়িতেও আরেকবার কার্ড নেওয়া হয়েছে। একই এনআইডিতে একাধিক কার্ড থাকলে সেটিও বাতিল হবে।

স্থানীয় প্রশাসন বা জনপ্রনিধিরা না থাকায় ভোক্তা পর্যায়ে পণ্য ঠিকমতো পৌছাচ্ছে কি না, তাও সঠিকভাবে পর্যবেক্ষণ করা যাচ্ছে না বলে জানান তিনি।

টিসিবির মুখপাত্র বলেন, একটি পরিবার যেন একটি ফ্যামিলি কার্ডের বেশি না পায়, সেজন্য স্মার্ট ফ্যামিলি কার্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড হয়েছে। বাকি কার্ডগুলো করার জন্য জেলা প্রশাসন এবং সিটি করপোরেশনকে চার দফা চিঠি পাঠানো হয়েছে। তবে জেলা প্রশাসনে রদবদলের কারণে তাদের পক্ষ থেকে এই তথ্যগুলো না পাওয়ায় বাকি কার্ডগুলো আমরা এখনও শনাক্ত করতে পারিনি।

টিসিবির ট্রাকের পণ্য অনেক মানুষ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কিনতে পারছেন না কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘নির্দিষ্টসংখ্যক পরিবারের জন্য বরাদ্দ থাকে। প্রতিটি স্থানে ৩৫০ জনের জন্য পণ্য বরাদ্দ থাকে। পরিবেশকদের বলা হয়েছে, ৩৫০টি টোকেন দেওয়ার জন্য। এর বেশি দেওয়া সম্ভব নয়। যারা টোকেন পাবেন না, তাদের সেদিনের জন্য চলে যেতে হবে। ফলে ৩৫০ জনের বেশি মানুষ থাকলে বাকিদের পরের দিন আসতে বলা হয়।’

তিনি জানান, রমজানে তেল, চিনি, ছোলা, খেজুর, ডাল টিসিবি থেকে এই ৫টি পণ্য বিক্রি করা হবে। আর সিটি করপোরেশনের বাইরে খেজুর বাদে ৪টি পণ্য বিক্রি হবে। কার্ডের বাইরেও ট্রাকে করে ঢাকা ও ঢাকার বাইরে মোট ৭০টি পয়েন্টে ২৪ হাজারের বেশি মানুষ পণ্য কিনতে পারবে। প্রতি ট্রাকে ৩৫০ জনের উপযোগী পণ্য দেওয়া হচ্ছে।

Share this news on:

সর্বশেষ

img
আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি: হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশ Nov 26, 2024
img
ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর মামলা খারিজ Nov 26, 2024
img
কুমিল্লায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, অটোরিকশার ৫ যাত্রী নিহত Nov 26, 2024
img
সিলেটে দু’পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা Nov 26, 2024
img
পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী, দেখামাত্র গুলির নির্দেশ Nov 26, 2024
img
লেবাননে ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৩১ Nov 26, 2024
img
শেষ হলো আইপিএলের মেগা নিলাম, কে কেমন দল সাজালো Nov 26, 2024
img
অ্যান্টিগা টেস্ট জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৩৪ রান Nov 26, 2024
img
ইসরায়েলি নির্মম হামলায় গাজায় একদিনে ২৪ প্রাণহানি Nov 26, 2024
img
সংবিধান সংস্কারে দেশব্যাপী জনমত জরিপ শুরু শিগগিরই: আলী রীয়াজ Nov 26, 2024