বড় পতনের পর স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতনের পর বড় উত্থানের ঘটনা ঘটেছে। দুই সপ্তাহ আগে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে প্রায় ১২২ ডলার কমে। এরপর গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ১৫৩ ডলারের বেশি। বিশ্ববাজারের সঙ্গে সঙ্গে দেশের বাজারেও মূল্যবান ধাতুটির দামে অস্থিরতা দেখা দিয়েছে। চলতি নভেম্বরের ২৩ দিনে দেশের বাজারে ৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

গত সপ্তাহে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হলেও তা বিশ্ববাজারের তুলনায় কম। এক সপ্তাহের মধ্যে টানা দুই দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়েছে ৪ হাজার ৯৩৪ টাকা। আগের সপ্তাহে ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা দাম কমানো হয়েছিল।

গত ৩০ অক্টোবর প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ২ হাজার ৭৮৯ ডলার হয়। এরপর বাংলাদেশে ২০, ২৩ ও ৩১ অক্টোবর টানা তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়, যা দেশের বাজারে ইতিহাস হয়। ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা হয়। এরপর গত ৩১ অক্টোবর থেকে স্বর্ণের দামে পতন হওয়া শুরু হয়। কয়েক দফা কমে গত ১৪ নভেম্বর মূল্যবান ধাতুটির প্রতি আউন্সের দাম ২ হাজার ৫৪৭ দশমিক ১০ ডলারে নামে। দেশের বাজারেও গত ৫ থেকে ১৫ নভেম্বরের মধ্যে চার দফায় স্বর্ণের দাম ৯ হাজার ১৭ টাকা কমানো হয়।

বিশ্ববাজারে ফের স্বর্ণের দাম বাড়ার প্রবণতা দেখা দিয়েছে। গত সপ্তাহ শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ২ হাজার ৭১৫ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে। সপ্তাহের শুরুতে তা ছিল ২ হাজার ৫৬২ দশমিক ৫৪ ডলার। সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে ১৫৩ দশমিক ৩১ ডলার। প্রতি ডলার ১২০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় তা ১৮ হাজার ৩৯৭ টাকা বেড়েছে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে গত ২০ ও ২২ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম ৪ হাজার ৯৩৪ টাকা বাড়ানো হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে। সংগঠনটির পক্ষে স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি।

এই কমিটির এক সদস্য বলেন, ‘বিশ্ববাজারে স্বর্ণের বাড়লে কিংবা কমলে, দেশের বাজারে সমন্বয় করা হয়। তবে বিশ্ববাজারে স্বর্ণের দামে যে ব্যাপক অস্থিরতা বিরাজমান তাতে বাজার পরিস্থিতি অনুমান করা খুব কঠিন হয়ে পড়েছে। সবশেষ বিশ্ববাজারে যে পরিস্থিতি দেখা গেছে, তাতে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়তে পারে। কারণ, গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৫০ ডলার বেড়েছে।’

গত ২১ নভেম্বর স্বর্ণের দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

Share this news on:

সর্বশেষ

img
আমরা যুদ্ধে বিশ্বাসী না, কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা Nov 23, 2024
img
‘পানির ন্যায্য হিস্যার জন্য ভারতকে রাজনৈতিক ও সামাজিকভাবে চাপ দিতে হবে’ Nov 23, 2024
img
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১০ জনের Nov 23, 2024
img
রাষ্ট্র সংস্কারে চিকিৎসকদেরও পরামর্শ দেয়ার আহ্বান ক্রীড়া উপদেষ্টার Nov 23, 2024
img
আন্দোলনে একাই ২৮টি গুলি ছোড়েন ফরিদ, অবশেষে গ্রেপ্তার Nov 23, 2024
img
বড় পতনের পর স্বর্ণের দামে বড় লাফ Nov 23, 2024
img
সুষ্ঠু নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জের সামনে নতুন নির্বাচন কমিশন Nov 23, 2024
img
ফার্মগেটে মার্কেন্টাইল ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট Nov 23, 2024
img
রাষ্ট্রপতি নির্বাচনসহ বেশ কয়েকটি সুপারিশ সংস্কার কমিশনের Nov 23, 2024
img
গেল ৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: জ্বালানি উপদেষ্টা Nov 23, 2024