আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের শুভসূচনা

জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আজ শুক্রবার (২৯ নভেম্বর) আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয় বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের ৪৫ রানে হারিয়ে আসরে শুভসূচনা করেছে আজিজুল-কালামরা।

’বি’ গ্রুপের ম্যাচটিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান করে বাংলাদেশ। জবাবে ৪৭.৫ ওভারে ১৮৩ রানে অলআউট হয় আফগানিস্তান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলার যুবাদের। দলীয় তিন রানে সাজঘরে ফেরেন ওপেনার জাওয়াদ আবরার। পাঁচ বল খেলে কোনো রান না করেই আব্দুল আজিজের বলে মাহবুব খানের ক্যাচে পরিণত হন তিনি। দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকি। দুজনের জুটিতে আসে ১৪২ রান। ১১০ বলে ৬৬ রান করে মোহাম্মদ গাজানফরের বলে বোল্ড হন কালাম।

কালাম ফিরে গেলেও শতক তুলে নেন অধিনায়ক হাকিম। ১৩৩ বলে আটটি চার ও চারটি ছক্কায় ১০৩ রান করেন তিনি। উজাইরুল্লাহর ক্যাচ বানিয়ে তাকে ফেরান নুরিস্তানি ওমরজাই। কালাম ও হাকিম ছাড়া বলার মতো স্কোর গড়তে পারেননি কোনো বাংলাদেশি ব্যাটার। বরং, আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ২২৮ রান তুলতে পারে স্কোরবোর্ডে।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি আফগান যুবাদেরও। ২১ রানে হারায় প্রথম উইকেট। ৫৮ বলে ৫৮ রান করে বাংলাদেশের জন্য বিপদ হয়ে ওঠা ফয়সাল খানকে লেগ বিফোরের ফাঁদে ফেলে দলকে স্বস্তি এনে দেন ফাহাদ। ফয়সাল ছাড়া সেভাবে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতে পারেননি কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে নাসির খানের ব্যাট থেকে। বাংলাদেশি বোলারদের দারুণ বোলিংয়ে ১৮৩ রানেই গুটিয়ে যেতে হয় আফগানদের।

বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন ফাহাদ ও ইকবাল হোসেন। দুই উইকেট নেন মারুফ মৃধা।

Share this news on: