যশোরের কেশবপুরে আওয়ামী লীগ-বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে ভাঙচুর করা হয়। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মুনজুর রহমানের সমর্থক ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।