ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
রোববার (২২ ডিসেম্বর) সকালে মুন্সিগঞ্জের শ্রীনগরে কুয়াশায় নিয়ন্ত্রণ হারায় কয়েকটি বাস। এসময় একে একে ১০টি পরিবহনের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু কর ফায়ার সার্ভিস।