বনানীর সড়ক অবরোধ করলো প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বোর্ডের কতিপয় সদস্যের আত্মসাতকৃত অর্থ পুনরুদ্ধার এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রাজধানীর বনানীর কাকলিতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে অবরোধ করলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, এ পর্যন্ত পরিচালনা বোর্ডের একজন সদস্য প্রায় ১৬৭ কোটি এবং আরেকজন প্রায় ৬০ কোটি টাকা আত্মসাত করেছে।

এক শিক্ষার্থী বলেন, আমাদের কাছ থেকে তো বিভিন্ন সময় বিভিন্ন ফি বাবদ অনেক টাকা নিয়েছেই। সরকার থেকেও অনেক টাকা দেয়া হয়েছে আমাদের নতুন ক্যাম্পাস তৈরির জন্যে। তবে সব টাকাই নিজেরা খেয়েছে। আমাদের জন্যে কিছুই করেনি।

এ ছাড়াও অন্যান্য শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে আমাদের স্থায়ী ক্যাম্পাসে নেওয়ার কথা বলে এখনো নিচ্ছে না। দুইটা ডিপার্টমেন্ট একটি ডিসেম্বরের মধ্যে ওখানে শিফট করার কথা, কিন্তু এখন তিনশ ফিটে স্থায়ী ক্যাম্পাসের জায়গা বিক্রি করে দেওয়ার পাঁয়তারা করছে বোর্ড অব ট্রাস্টি। প্রতিমাসে বোর্ড অব ট্রাস্টি তার গাড়ির খরচ বাবদ ৬৫ হাজার টাকা নেন যা শিক্ষার্থীদেরই টাকা। দীর্ঘদিন ধরে সিনিয়ররা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এ লড়াই সংগ্রাম করে গেছেন, কিন্তু তারা স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেননি।

এর আগে গতকালও শিক্ষার্থীরা বনানীতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছিল। তাদের অভিযোগ- বিশ্ববিদ্যালয়টির কয়েকজন বোর্ড অব ট্রাস্টি টাকা আত্মসাৎ করেছেন।

এদিকে শনিবার (২১ ডিসেম্বর) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বেসরকারি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শুভময় দত্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিসুর রহমান বরাবর এ পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের বর্তমান সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আযহারুল ইসলাম গ্রহণ করেন।

Share this news on:

সর্বশেষ

img
রেমিট্যান্সে সুবাতাস, ২১ দিনে এলো ২ বিলিয়ন ডলার Dec 22, 2024
img
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৫ Dec 22, 2024
img
শ্রীপুরে কারখানায় আগুনে শ্রমিক নিহত Dec 22, 2024
img
নাটোরে শ্মশানের ঘটনায় অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছে পিটিআই: প্রেস উইং ফ্যাক্টস Dec 22, 2024
img
সোমবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির Dec 22, 2024
img
বনানীর সড়ক অবরোধ করলো প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা Dec 22, 2024
img
সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে: পররাষ্ট্র উপদেষ্টা Dec 22, 2024
img
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে ইসির চুক্তি বাতিল Dec 22, 2024
img
হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক Dec 22, 2024
img
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩০ কোটি ডলার পাচার: শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু Dec 22, 2024