মারা গেছেন বাংলাদেশের প্রথম হিউম্যান মেটানিউমোভাইরাস- এইচএমপিভি আক্রান্ত নারী। তার নাম সানজিদা আক্তার, বয়স ৩০। মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদেশ সফরের কোনো ইতিহাস ছিলো না ওই নারীর। তবুও তিনি আক্রান্ত হয়েছেন বলে জানা যায় গত ১২ জানুয়ারি। ওই সময় এ ভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই বলা হলেও পার্শ্ববর্তী একাধিক দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় এ নিয়ে সতর্কতাও জারি করে স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়াও ১৪ জানুয়ারি এইচএমপিভি সংক্রমণ রোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও স্টেকহোল্ডারদের নির্দেশনা দেয় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এর আগে সিডিসি জানায় শিশু এবং বৃদ্ধদের মধ্যে এই রোগের সংক্রমণ বেশি দেখা যায়। সেই সঙ্গে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা যেমন হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনাবি ডিজিজ, গর্ভবর্তী নারী এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য উচ্চ ঝুঁকি সৃষ্টি হতে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা কোন ধরণের উপসর্গ দেখা মাত্র চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।
টিএ/