জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। শহীদদের মেডিক্যাল কেইস আইডি, নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যোগ করে গেজেটে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর।
বুধবার (১৬ই জানুয়ারি) প্রকাশিত প্রথম গেজেটে সারাদেশের ৮৩৪ জন ‘শহীদের’ নাম স্থান পেয়েছে।
প্রত্যেকের নামের পাশে মেডিক্যাল কেস আইডি উল্লেখ করা হলেও কে কোথায় এবং কোন তারিখে শহীদ হন, তা গেজেটে উল্লেখ করা হয়নি।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শহীদ ও আহতদের ক্ষতিপূরণ নিশ্চিতে শিগগিরই ‘জুলাই গণঅভ্যুত্থানের অধিদপ্তর’ করতে যাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। শহীদ পরিবারের পাশাপাশি সহায়তা করা হবে প্রায় ১৫ হাজার আহতকে। এছাড়া গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার কাজ করবে এ অধিদপ্তর।
এর আগে গত ২১ ডিসেম্বর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ করে সরকারের বিশেষ সেল।
টিএ/