দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই আত্মগোপণে আছেন আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনেক নেতা-কর্মী। এসব ব্যক্তিদের সবার নামেই এক বা একাধিক মামলা রয়েছে। নানান সময়ে অভিযানে ধরা পড়ছেন তারা।
এরই ধারাবাহিকতায় ১৭ জানুয়ারি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা মো. মোস্তফা সরকার নিশাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও পাঠচক্র সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সলিমুল্লাহ মুসলিম হলের সাধারণ সম্পাদক ছিলেন।
জেলা গোয়েন্দা কার্যালয় জানায়, ময়মনসিংহ নগরের কলেজ রোড এলাকায় আত্মগোপনে ছিলেন মোস্তফা সরকার । গোপন খবর পেয়ে ময়মনসিংহের ট্রাফিক শাখার অতিক্তির পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ এবং জেলা গোয়েন্দা শাখার ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল রাত পৌনে ২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার হওয়া ২৭ বছর বয়সী মো. মোস্তফা সরকার নিশাতের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যা মামলা রয়েছে। ময়মনসিংহ থেকে গ্রেপ্তারের পরে তাকে ঢাকায় হস্তান্তর করা হয়েছে।