বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বল্প সময়ের রাজনৈতিক জিবনে যিনি হয়ে উঠে ছিলেন বাংলাদেশের রাজনীতির প্রাণ পুরুষ। রাষ্ট্র ক্ষমতায় এসে যিনি দেশের নানা খাতে আনেন আমুল পরিবর্তন। জাতীয় ঐক্যের লক্ষে বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়ে রাজনৈতিক মহলেও প্রশংসা কুড়িয়েছেন দেশের সাবেক এই রাষ্ট্রপতি।
১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার, গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। পাঁচ ভাইদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। ১৯৫৩ সালেই তিনি কাকুল মিলিটারি একাডেমিতে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ক্যাডেট রূপে যোগদান করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে, সেনাবাহিনির শীর্ষ স্থানীয় সেনা কর্মকর্তাদের একজন হয়ে যুদ্ধে যোগদান করেন তিনি।
১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরপর তার এই প্রতিষ্ঠিত দল ৩ বার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে। পাশাপাশি আন্তর্জাতিক মহলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অবিস্মরণীয় অবদান রেখেছে জিয়াউর রহমান। দক্ষিণ এশিয়া আঞ্চলিক জোট ‘সার্ক’ গঠন করেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।
দেশের স্বাধীনতা সুরক্ষা ও সার্বভৌমত্ব শক্তিশালী করে জাতির মর্যাদাকেও বিশ্বব্যাপী প্রশংসিত করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে। তার জন্মবার্ষিকী উপলক্ষ্যে শীত বস্ত্র ও খাদ্য বিতরন, তার মাজারে পুষ্পস্তবক অর্পণ সহ একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে তার প্রতিষ্ঠিত দল বিএনপি। তার জন্মবার্ষিকী উপলক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেছেন, জীবদ্দশায় দেশের সব ক্রান্তিকাল উত্তরণে শহীদ জিয়া ছিলেন জাতির দিশারি।
টিএ/