চিত্রনায়িকা মাহিয়া মাহি। একসময় বাংলা চলচ্চিত্রের বিভিন্ন সিনেমায় ব্যস্ত সময় পার করলেও এখন পুরোদমে সংসার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। আগে তাকে কেন্দ্র করে অনেক জনপ্রিয় সিনেমা নির্মিত হলেও বিয়ে করে চলচ্চিত্র থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন এই নায়িকা।
তবে সম্প্রতি একটি সিনেমায় দেখা গেছে নায়িকা মাহিকে। বর্তমানে সংগীতনির্ভর চলচ্চিত্র ‘দাগা’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আর ছবিটির পরিচালনা করছেন রায়হান রাফি।
-20190423142912.jpg)
ছবিটির গল্প কী? জানালেন মাহি। বললেন, এই শহরে আর ভালো লাগছে না তার। তাই এমন একটি শহরে যেতে চান তিনি, যেটা দশ বছর পরের একটি শহর। যেখানে মাহি সব কিছু ভুলে নতুন করে সব গড়তে চান।
মাহি কি পারবেন সেই শহরে যেতে? পারবেন এই শহর ছেড়ে থাকতে? এসব উত্তর পাওয়া যাবে ‘দাগা’ সিনেমায়। আর এমনই গল্প নিয়ে এগুচ্ছে ছবিটির গল্প।
এদিকে এরই মধ্যে ছবিটির জন্য একটি ভিন্ন সেট নির্মাণ করা হচ্ছে রাজধানীর মিরপুরের কোক স্টুডিওতে। সেখানে আগামী ২৭ এপ্রিল শুটিং করবেন মাহি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা রায়হান রাফি।
ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, এর গল্পটি অসাধারণ। আশা করছি, দর্শক ছবিটি দেখে মুগ্ধ হবে। আর এই ছবিটি হলে দর্শক টানতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।
ছবিটি নিয়ে মাহির ভাষ্য, এই সিনেমাটিতে কাজ করে বেশ ভালো লাগছে। এর গল্প-ভাবনা, চিত্র-কল্পনা সবকিছুই অসাধারণ। সব মিলিয়ে এবার নিজেকে একটু অন্যভাবে মেলে ধরতে পারবো।
জানা গেছে, মাহি ও ‘দাগা’ সিনেমার পুরো ইউনিট বর্তমানে শুটিং করেছেন সিলেটের বিভিন্ন স্থানে। আর এই ছবিতে মাহির বিপরীতে নায়ক হিসেবে থাকছেন ইয়াশ রোহান। প্রিন্স রুবেলের কথা ও সুরে এর টাইটেল গান গাইবেন কণ্ঠশিল্পী ধ্রুব গুহ। আর সংগীতে আছেন তরিক আল ইসলাম।
টাইমস/জেডকে/এইচইউ