ঢাকায় এলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র জেনট্রি বিচ। ৩০ জানুয়ারি সকালে ব্যক্তিগত উড়োজাহাজে ঢাকায় নামেন এই ধনকুবের।
সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্পের পারিবারিক ব্যাবসার অন্যতম এই সহযোগী। এছাড়া হোটেল ইন্টার কন্টিনেন্টালেও কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
জেনট্রি বিচ মূলত একজন বিনিয়োগকারী। বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য প্রকল্পে মোটা অংকের বিনিয়োগ করেছেন তিনি। বাংলাদেশ সফরের পেছনেও তার বড় বিনিয়োগের সম্ভাবনা দেখছেন কূটনীতিকরা।
৫ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জেনট্রিকে অনেকে দেখছেন আশার আলো হিসেবে। অর্থনীতির দৈন্য দশা কাটিয়ে উঠতে বাংলাদেশের বড় বড় প্রকল্পে জেনট্রির বিনিয়োগ লাভের আশা করছেন প্রসিদ্ধ শিল্পপতিরাও।
রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে তার বৈঠক ঘিরেও জোরালো হয়েছে গুঞ্জন। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে জেনট্রির ব্যক্তিগত সম্পর্ককে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করবেন তারা। অনেকে বলছেন কেবল বিনিয়োগের থলি নিয়েই নয়, ট্রাম্প প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করার সুযোগ তৈরি করতে ঢাকায় এসেছেন জেনট্রি বিচ।
সারাদিনের ব্যস্ততা শেষে সন্ধ্যায় ফের যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে জেনট্রি ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।
টিএ/