ছাত্ররা দল গঠন করবে। এ লক্ষ্যে তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে। ছাত্ররা ভালো কাজ করছে। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস। বলেন, ছাত্ররা রক্ত দিয়ে যেগুলো অর্জন করেছে, সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন ড ইউনুস। এসময় দল গঠন করতে গিয়ে ছাত্রদের বিচ্ছিন্ন হওয়ার শঙ্কাও প্রকাশ করে তিনি বলেন, দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটাও একটা বিপদ। কারণ, রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি, তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কি না।
সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। সেখানেই সংবাদ মাধ্যমটিকে এসব ব্যাপারে নিজের মতামত জানান তিনি। তরুণরা প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে ড ইউনুস জানান জানান, ছাত্ররা খারাপ কোনো কিছুর সংস্পর্শ নেই কিংবা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষাও নেই।
সাক্ষাৎকারে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন ড ইউনুস। তিনি জানান, নির্বাচনের সম্ভাব্য যে দুইটি সময়ের কথা বলা হয়েছে, তা ভালো সময়। যথাযথ সমেয়েই নির্বাচন আয়োজনের ব্যাপারে আশাবাদি তার সরকার। বাংলাদেশের ছাত্ররা দেশকে পরিবর্তনের জন্য একটি সুযোগ অর্জন করেছেন বলেও মনে করেন প্রধান উপদেষ্টা।
টিএ/