শারীরিক অবস্থার উন্নতি হলেও খালেদা জিয়া কবে দেশে ফিরবেন তা এখনও নিশ্চিত নয়। লন্ডন ক্লিনিক থেকে ছাড়া পেয়ে ছেলে তারেক রহমানের বাসায় ফিরলেও এখনও তার চিকিৎসা চলছে হোম ভিজিটের মাধ্যমে। তথ্যগুলো নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, সুবিধাজনক সময়েই দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক দলের অধীনে বেগম জিয়া এখনও চিকিৎসাধীন জানিয়ে ডা. জাহিদ বলেন, দীর্ঘদিন পর পারিবারিক আবহের সান্নিধ্য পেয়েছেন খালেদা জিয়া। পরিবারের যত্ন, সুন্দর পরিবেশে সময় কাটালে শিগগিরই তিনি আরও সুস্থ হয়ে উঠবেন বলে আশা করেন ডা. জাহিদ।
খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে ডা. জাহিদ হোসেন জানান, দেশের মানুষকে ছাড়া কখনওই খুব বেশিদিন দেশের বাইরে ছিলেন না বিএনপি চেয়ারপারসন। দেশের মানুষের প্রতি তার প্রকট মমত্ববোধ। তাই দেশের টানে, মানুষের টানে শিগগিরই তিনি দেশে ফিরবেন বলেও জানান ডা. জাহিদ হোসেন।
এদিকে লন্ডন ক্লিনিক সূত্রে জানা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তিনি এখনও পরিপূর্ণ সুস্থ নন। প্রফেসর ডা. প্যাট্রিক কেনেডির নির্দেশনা মেনেই বাসায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন। হোম ভিজিট সিস্টেমে চলছে তার চিকিৎসা। বয়স এবং শারীরিক জটিলতার কারণে খালেদা জিয়ার দেহে লিভার প্রতিস্থাপনের আর সুযোগ নেই বলেও জানান বিশেষজ্ঞরা।
গত ৭ জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যান খালেদা জিয়া। তিনি লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিসসহ— বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। সব রোগের জন্য ওষুধ দিয়ে চিকিৎসা চলছে বেগম জিয়ার।
টিএ/