নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটের দিকে তাদের তিন দিক থেকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম তাৎক্ষণিকভাবে জানান, আমরা বারবার তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। এরপরও তারা হঠাৎ আমাদের ওপর আক্রমণ করেছে। তখন আমরাও তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছি।