কামরাঙ্গীরচর এলাকায় এক বিশেষ অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে মায়ের দোয়া এন্টারপ্রাইজ, আল মদিনা এন্টারপ্রাইজ, নিউ মদিনাসহ নামবিহীন ১টি খানাডুলি কারখানা এবং রাজধানী বেকারি ও ২ জন গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান চলাকালীন ৭টি চেম্বার, ১৫টি ডাবল বার্নার, ২টি ওভেন, ২টি বুস্টার, ২টি রেগুলেটর ও ৩/৪ ইঞ্চি ব্যাসের ১৮৪ ফুট পাইপ জব্দ করা হয়েছে।
অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করায় মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামের খানাডুলি কারখানার মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্য প্রতিষ্ঠানগুলোতে অভিযানকালে কাউকে না পাওয়ায় কোনোরূপ দণ্ড দেওয়া সম্ভব হয়নি।