ড. মুহাম্মদ ইউনুসের সাথে ফোনে কথা বলেছেন ইলন মাস্ক। এসময় মাস্কের পাশেই ছিলেন ডোনাল্ড ট্রাম্প। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার তার ভেরিফায়েড ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের অন্যতম ধনাঢ্য এই ব্যবসায়ী ও টেসলা, স্পেসএক্স, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স সহ বহু প্রতিষ্ঠানের মালিক। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পিছনেও তার প্রত্যক্ষ অবদানের কথা উঠে এসেছে প্রায় সকল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার সাথে ঠিক কি নিয়ে আলাপ করেছেন তা নিয়েও সৃষ্টি হয়েছে নানা জল্পনা।
গণমাধ্যম সূত্র জানায়, বাংলাদেশে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এসময় ড. ইউনুসের সাথে ফোনে কথা বলার সময় মাস্কের পাশেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আহবান জানান প্রধান উপদেষ্টা।
স্টারলিংকের সেবা যুক্ত হলে এটি লাখো মানুষের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে মত ড. ইউনুসের। তিনি বলেন, 'স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোনের গ্রামীণ নারী ও তরুণদের বিশ্বসংযোগের পথিকৃৎ কাজের একটি সম্প্রসারণ। তারা বিশ্ব নাগরিক এবং বিশ্ব উদ্যোক্তায় পরিণত হবে,"
জানা গেছে, এ আলোচনায় বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক গ্রামীণ ব্যাংকের মাইক্রোফাইন্যান্স মডেলের প্রশংসা করেন এবং দারিদ্র্য বিমোচনে এর বৈশ্বিক প্রভাবের কথা তুলে ধরেন। মাস্ক জানান অনেক বছর ধরেই গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ পল্লী ফোনের কাজ সম্পর্কে জানেন তিনি।