রাজধানীর পল্লবীতে পূর্ব শত্রুতার জেরে বাসায় ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ উঠেছে। এতে তার বোনও গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ভাই-বোনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনাটি ঘটে।
গুলিবিদ্ধ ভাই-বোন হলেন, মোহাম্মদ জসিম উদ্দিন ও শাহিনুর বেগম (২৮)। তারা মিরপুর- ১১ এক নম্বর রোডের ব্লক-ই বাসা নম্বর-৩ সেকশন-১১ মৃত হানিফ মিয়ার সন্তান।
তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া আমির হোসেন জানান, আহত জসিম একটি টিভি শোরুম ব্যবসায়ী। শুক্রবার রাতে শবেবরাতের নামাজ পড়ে বাসায় ফেরার সময় এলাকার শহিদুলের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে যায়। এ সময় বাসার সামনে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার শরিফ, তুহিন, শহিদুল, সুজন, রিয়াজের সঙ্গে কথা-কাটাকাটি হয়।পরে জসিম বাসায় চলে আসে।
এরপর শহিদুলসহ সঙ্গবদ্ধ হয়ে শরিফ, তুহিন, সুজন, রিয়াজ তাদের বাসায় এসে জসিমকে লক্ষ্য করে গুলি করে। এতে ডান ও বাম পায়ে গুলি লাগে ওই সময় বোন বাঁচাতে গেলে শাহিনুরের ডান পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। পরে তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর থেকে দুই ভাইবোন গুলিবিদ্ধ হয়ে এসেছেন। তাদের দুজনেরই পায়ে গুলিবিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা সংসদ থানাকে অবগত করেছি।