রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে কয়েক ব্যক্তির কাছে চাঁদা দাবি করা হয়েছে।
রোববার বিকেলে এ ঘটনা ঘটে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। ইউএনও রুবেল রানা নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্কতামূলক পোস্ট দিয়েছেন।
বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা প্রশাসন ফেসবুক পোস্টে ইউএনও লিখেন, ‘ইউএনও, তারাগঞ্জ, রংপুর-এর সরকারি মোবাইল নাম্বার (০১৭৬১৪৯১৩২১) ক্লোন করে টাকা চাওয়া হচ্ছে। সবাইকে সাবধান হতে এবং এ ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকতে অনুরোধ করছি।’
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও রুবেল রানা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েক শিক্ষার্থী জানান আমার সরকারি নম্বর থেকে কল করে বিভিন্ন জায়গায় লোকজনদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। জানতে পারি একজন টাকা দিয়ে প্রতারণার শিকারও হয়েছেন। ঘটনা জানার পর এ বিষয়ে ব্যবস্থা নিতে তারাগঞ্জ থানা-পুলিশকে জানিয়েছি। এ ধরনের প্রতারণার শিকার যেন মানুষ না হয়, তাই অফিশিয়াল ফেসবুকে সতর্কতামূলক পোস্ট করেছি।