মদিনায় যাবে বিমান বাংলাদেশ

দীর্ঘ প্রতীক্ষার পর চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-মদিনা ফ্লাইট। আগামী ২৭ অক্টোবর থেকে এই কার্যক্রম শুরু করবে বিমান।

সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ।

সপ্তাহে কয়টি ফ্লাইট পরিচালনা করবে তা এখনো জানায়নি বিমান কর্তৃপক্ষ। তবে শিগগিরই এই রুটের সিডিউল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ এম মোসাদ্দিক আহমেদ বলেন, জুলাই ও সেপ্টেম্বরে দুটি ব্র্যান্ডনিউ বোয়িং-৭৮৭ বহরে যুক্ত হবে। তখন  নতুন আরও কিছু রুটে ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেবে বিমান।

১৬ মে থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট চালু হবে। এছাড়াও জুনে ঢাকা থেকে চীনের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরী গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

 

টাইমস/এএস/এসআই

Share this news on: