কাল ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ

আগামীকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। এইদিন নগরবাসী ও যান চলাচলের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দিবসটি সুশৃঙ্খলভাবে উদযাপন এবং বিড়ম্বনা এড়াতে এই নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দ্বিবাগত রাত পৌনে ১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শ্রদ্ধা জানাতে আসা নাগরিকরা ব্যাগ, কার্টুন, দাহ্য পদার্থ বহন করতে পারবে না। শ্রদ্ধা জানানোর জন্য পায়ে হেঁটে চলাচলকারীরা পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং ও জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর দিয়ে বের হবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহীদ মিনার এলাকায় যানজট ও শৃঙ্খলা বজায় রাখতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, চানখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং ও বকশীবাজার ক্রসিংয়ে যানচলাচল নিয়ন্ত্রণ (ডাইভারশন) থাকবে।

কেন্দ্রীয় শহীদ মিনার ও আশেপাশের ডাইভারশন পয়েন্ট ছাড়া গাড়ি চলাচলের সড়কগুলো হলো- কাঁটাবন ক্রসিং-নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং-বকশিবাজার ক্রসিং হয়ে চাঁনখারপুল ক্রসিং, শাহবাগ ক্রসিং-কাঁটাবন ক্রসিং-বাটা সিগনাল ক্রসিং-সায়েন্সল্যাব ক্রসিং হয়ে মিরপুর রোড, শাহবাগ ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং-কদমফোয়ারা ক্রসিং-হাইকোর্ট ক্রসিং-আব্দুল গণি রোড হয়ে জিরো পয়েন্ট ক্রসিং, হাইকোর্ট ক্রসিং-বঙ্গবাজার ক্রসিং-পুলিশ হেডকোয়ার্টার্স-গোলাপশাহ মাজার ক্রসিং হয়ে ফুলবাড়িয়া ক্রসিং, শাহবাগ ক্রসিং-হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং-বাংলামোটর ক্রসিং-সোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিং, বকশীবাজার ক্রসিং-চাঁনখারপুল ক্রসিং-নিমতলী ক্রসিং হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার।

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) গাড়ি পার্কিংয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ নির্ধারিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন মাঠ এবং নীলক্ষেত ক্রসিং থেকে পলাশী ক্রসিং সর্বসাধারণের গাড়ি পার্কিং করার জন্য নির্ধারিত করা হয়েছে।

Share this news on:

সর্বশেষ

img
নতুন কর্মসূচির ঘোষণা বিএনপির তিন সংগঠনের Apr 28, 2025
img
ক্ষমতার স্বাদ পেলেই সব কিছু নিজের মনে করেন: আইনজীবী মনির Apr 28, 2025
img
পাকিস্তানের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার ভারতের Apr 28, 2025
img
হারাতে পারেন চোখ : মেকআপ ও লেন্স ব্যবহারে চিকিৎসকের জরুরি সতর্কবার্তা! Apr 28, 2025
img
সোমালিয়ায় আরব আমিরাতের সামরিক রাডার স্থাপন Apr 28, 2025
img
লাঞ্চের আগে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট Apr 28, 2025
img
ভারত এখন আতঙ্কে, ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ Apr 28, 2025
img
পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতীয় শিখ নেতার ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি Apr 28, 2025
img
আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার : প্রধান উপদেষ্টা Apr 28, 2025
img
পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত : নিউইয়র্ক টাইমস Apr 28, 2025